Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

সাম্প্রতিক কর্মকাণ্ড:

বাংলাদেশ এলডিসি পর্যায়ে উত্তরণের প্রেক্ষাপটে এবং ক্রমবর্ধিষ্ণু জনসংখ্যার প্রাণীজ পুষ্টি বিশেষত  আমিষের (দুধ, ডিম ও মাংস) চাহিদা মেটাতে  উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে বিদ্যমান প্রাণিসম্পদের সংরক্ষণ, সম্প্রসারণ ও জাত উন্নয়ন ক্ষেত্রে বালাগঞ্জ উপজেলায় অভাবনীয় অগ্রগতি সাধিত হয়েছে।

  • সাম্প্রতিক বছর সমূহে (১৯-২০, ২০-২১) গবাদিপশুর জাত উন্নয়নে যথাক্রমে ২৯০ ও ৭২১ টি প্রজননক্ষম গাভী/ বকনাকে কৃত্রিম প্রজননের আওতায় আনা হয়েছে। উৎপাদিত সংকর জাতের বাছুরের সংখ্যা যথাক্রমে ১১০ ও ১৯৫ টি।
  • বিদ্যমান প্রাণিসম্পদের সংরক্ষণ ও সম্প্রসারণে বিগত বছর সমূহে যথাক্রমে ১৬৫০০০ ও ১৭২০০০ টি গবাদিপশু ও হাঁস-মুরগিকে টিকা প্রদান করা হয়েছে। সেই সাথে চিকিৎসা প্রদান করা হয়েছে যথাক্রমে ৭৫০০০ ও ৯৫,০০০ গবাদিপশু-পাখি ও পোষাপ্রাণিকে।
  • খামারির সক্ষমতা বৃদ্ধি, খামার ব্যবস্থাপনার উন্নয়ন ও খামার সম্প্রসারণে যথাক্রমে ১৪৪ ও ৪০৮ জন খামারিকে প্রশিক্ষণ প্রদানসহ যথাক্রমে ৪৫ ও ৫১ টি উঠান বৈঠক পরিচালনা করা হয়েছে।
  • নিরাপদ ও মানসম্মত প্রাণীজ আমিষ উৎপাদনে যথাক্রমে ৬১ ও ৮১ টি খামার পরিদর্শন এবং ০৮ ও ২৫ জন মাংস প্রক্রিয়াজাতকারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।