হাঁস- মুরগির টিকাদান |
|
সেবা প্রাপ্তির সংক্ষিপ্ত বিবরণ |
১. গবাদি প্রাণীর মালিক নির্দিষ্ট স্থানে হাঁস-মুরগির টিকা প্রদানের জন্য আবেদন করবেন। মূল্য আদায়ের পর টিকা প্রদান করা হয়। প্রতি সপ্তাহে একদিন উপজেলা প্রাণী হাসপাতালে হাঁস-মুরগির টিকা প্রদান হয়ে থাকে। ২. সেবাকর্মীর মাধ্যমে কোনো নির্দিষ্ট এলাকায় চাহিদা মোতাবেক টিকা প্রদান করা হয়ে থাকে। ৩. সরকারি/বেসরকারি খামারসমূহে রুটিনমাফিক টিকা প্রদান করা হয়।
|
সেবা প্রাপ্তির সময় |
১-৭ দিন |
প্রয়োজনীয় ফি |
১. বাচ্চা রাণীক্ষেত রোগ-০.২৫ টাকা প্রতি মাত্রা টিকার সরকারি মূল্য ২. বড় রাণীক্ষেত রোগ- ০.২৫ টাকা প্রতি মাত্রা টিকার সরকারি মূল্য ৩. ফাউল কলেরা- ০.৫০ টাকা প্রতি মাত্রা টিকার সরকারি মূল্য ৪. ডাকপ্লেগ রোগ- ০.৫০ টাকা প্রতি মাত্রা টিকার সরকারি মূল্য |
সেবা প্রাপ্তির স্থান |
উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী |
ইউএলএ, ভিএফএ |
প্রয়োজনীয় কাগজপত্র |
ভ্যাক্সিনের মূল্য তালিকা
|
সেবা প্রাপ্তির শর্তাবলি |
অসুস্থ পশুকে টিকা দেওয়া যাবে না
|
সংশ্লিষ্ট আইন ও বিধি |
১, পশুরোগ আইন, ২০০৫ ২. প্রাণিরোগ নীতিমালা, ২০০৮
|
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা |
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস