পশুপাখির চিকিৎসা প্রদান |
|
সেবা প্রাপ্তির সংক্ষিপ্ত বিবরণ |
১. কৃষক/খামারী/গবাদিপশুর মালিকগণ অসুস্থ গবাদিপশুকে পশু হাসপাতালে নিয়ে আসেন এবং রেজিস্ট্রেশন করান ও চিকিৎসার জন্য আবেদন করেন। ২. অতঃপর প্রাণিসম্পদ হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে রোগ নির্ণয় করার পর প্রয়োজনীয় ব্যবস্থাপত্রসহ ঔষধ প্রদান করা হয়ে থাকে।
|
সেবা প্রাপ্তির সময় |
১-২ ঘণ্টা ল্যাবসহ ৩ দিন |
প্রয়োজনীয় ফি |
বিনামূল্যে |
সেবা প্রাপ্তির স্থান |
ভেটেরিনারি হাসপাতাল |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী |
ভেটেরিনারি সার্জন |
প্রয়োজনীয় কাগজপত্র |
ভোটার আইডিকার্ড/নাগরিকত্ব সনদ
|
সেবা প্রাপ্তির শর্তাবলি |
সেবাপ্রাপ্তির জন্য সেবাগ্রহীতাকে নিকটস্থ সেবাদান কেন্দ্রে আসতে হবে
|
সংশ্লিষ্ট আইন ও বিধি |
১. পশুরোগ আইন, ২০০৫
|
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা |
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস