গবাদিপশু-পাখি আমদানি-রপ্তানির লাইসেন্স/পারমিট/অনুমতিপত্র/সার্টিফিকেট ইস্যু এবং ঔষধ আমদানি ও বিক্রয়ের লাইসেন্স প্রদান এবং গবাদিপশুর মাংসের জন্য জবাই করার সার্টিফিকেট/উপযুক্ততা নিশ্চিতকরণ |
|
সেবা প্রাপ্তির সংক্ষিপ্ত বিবরণ |
১. আবেদনকারীকে লাইসেন্স নিবন্ধন ও নবায়ন, গবাদি প্রাণীর খাদ্য ও ঔষধ বিক্রয়ের লাইসেন্সের জন্য মহাপরিচালক বরাবর আবেদন করতে হয়। সংশ্লিষ্ট শাখাপ্রধান কর্তৃক যাচাই-বাছাই করার পর নির্ধারিত ফি প্রদানসাপেক্ষে ঠিকাদারি লাইসেন্স প্রদান করা হয়/লাইসেন্স নিবন্ধন ও নবায়ন করা হয়। ২. গবাদিপশু আমদানি-রপ্তানির পারমিটের জন্য আবেদন করলে যাচাই-বাছাই করে পারমিট প্রদান করা হয়। ৩. বিদেশ থেকে আনীত/দেশ থেকে বিদেশে নেওয়া/রপ্তানির জন্য পশুকে প্রাণিসম্পদ অফিসে নিয়ে আসলে ভেটেরিনারি সার্জন পরীক্ষা-নিরীক্ষা করে রোগমুক্ত সার্টিফিকেট প্রদান করেন। ৪. জবাই করার পূর্বে গবাদিপশু প্রাণিসম্পদ অফিসে নিয়ে আসলে ভেটেরিনারি সার্জন রোগমুক্ত কিনা তা পরীক্ষা করেন। অতঃপর রোগমুক্ত সম্পর্কিত সার্টিফিকেট প্রদান করা হয়।
|
সেবা প্রাপ্তির সময় |
সর্বোচ্চ ১ মাস |
প্রয়োজনীয় ফি |
নতুন লাইসেন্স ৫০০০ টাকা, নবায়ন ২০০০ টাকা |
সেবা প্রাপ্তির স্থান |
প্রাণিসম্পদ অধিদপ্তর |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী |
মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর/উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা |
প্রয়োজনীয় কাগজপত্র |
আবেদন পত্রের সাথে:
|
সেবা প্রাপ্তির শর্তাবলি |
১. বাংলাদেশের নাগরিক হতে হবে ২. টিন নম্বর থাকতে হবে ৩. ভ্যাট সার্টিফিকেট থাকতে হবে ৪. ট্রেড লাইসেন্স থাকতে হবে ৫. ব্যাংক সলভেন্সি স্টেটমেন্ট থাকতে হবে
|
সংশ্লিষ্ট আইন ও বিধি |
১. পিপিআর, ২০০৮
|
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা |
সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস