কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ |
|
সেবা প্রাপ্তির সংক্ষিপ্ত বিবরণ |
১. গাভীর মালিক গাভী গরম হওয়ার পর গাভীকে কৃত্রিম প্রজনন কেন্দ্রে নিয়ে আসেন এবং কৃত্রিম প্রজননের জন্য আবেদন জানান। ২. খামারী/পশুর মালিকগণ তাদের পশুকে প্রজনন কেন্দ্রে নিয়ে আসেন। ৩. কৃত্রিম প্রজনন কেন্দ্রে রেজিস্টারভুক্ত করার পর উপযুক্ত পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তারপর সরকারি রসিদের মাধ্যমে ফি আদায়ের পর নিয়ম অনুযায়ী কৃত্রিম প্রজনন করানো হয় এবং রসিদ প্রদান করা হয়।
|
সেবা প্রাপ্তির সময় |
১-২ ঘন্টা |
প্রয়োজনীয় ফি |
১ম প্রজনন- ১. তরল সিমেন ৫০/- ২. হিমায়িত সিমেন ৭৫/- |
সেবা প্রাপ্তির স্থান |
কৃত্রিম প্রজনন পয়েন্ট
|
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী |
মাঠ সহকারী (কৃত্রিম প্রজনন)
|
প্রয়োজনীয় কাগজপত্র |
পুনঃপ্রজননের ক্ষেত্রে প্রথম প্রজননের রসিদ লাগবে
|
সেবা প্রাপ্তির শর্তাবলি |
প্রাণী প্রজননের উপযোগী হতে হবে
|
সংশ্লিষ্ট আইন ও বিধি |
১. গো-প্রজনন নীতিমালা, ২০০৭ ২. পশুরোগ আইন, ২০০৮
|
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা |
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস