Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ

কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ

সেবা প্রাপ্তির সংক্ষিপ্ত বিবরণ


১.  গাভীর মালিক গাভী গরম হওয়ার পর গাভীকে কৃত্রিম প্রজনন কেন্দ্রে নিয়ে আসেন এবং কৃত্রিম প্রজননের জন্য আবেদন জানান।

২.   খামারী/পশুর মালিকগণ তাদের পশুকে প্রজনন কেন্দ্রে নিয়ে আসেন।

৩.  কৃত্রিম প্রজনন কেন্দ্রে রেজিস্টারভুক্ত করার পর উপযুক্ত পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তারপর সরকারি রসিদের মাধ্যমে ফি আদায়ের পর নিয়ম অনুযায়ী কৃত্রিম প্রজনন করানো হয় এবং রসিদ প্রদান করা হয়।

 


সেবা প্রাপ্তির সময়

১-২ ঘন্টা

প্রয়োজনীয় ফি

১ম প্রজনন- ১. তরল সিমেন ৫০/- ২. হিমায়িত সিমেন ৭৫/-

সেবা প্রাপ্তির স্থান


কৃত্রিম প্রজনন পয়েন্ট


দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী


মাঠ সহকারী (কৃত্রিম প্রজনন)


প্রয়োজনীয় কাগজপত্র


পুনঃপ্রজননের ক্ষেত্রে প্রথম প্রজননের রসিদ লাগবে


সেবা প্রাপ্তির শর্তাবলি


প্রাণী প্রজননের উপযোগী হতে হবে


সংশ্লিষ্ট আইন ও বিধি


১.   গো-প্রজনন নীতিমালা, ২০০৭

২.   পশুরোগ আইন, ২০০৮


সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা


উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা


বিস্তারিত